No icon

শামুকে স্মৃতি প্রতিস্থাপন

স্মৃতি প্রতিস্থাপনের কথা এত দিন বৈজ্ঞানিক কল্পকাহিনিতেই কেবল শোনা গেছে। কিন্তু এবার তা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা এক শামুক থেকে অন্য শামুকে স্মৃতি প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন।

বিজ্ঞানীরা এ ক্ষেত্রে আসলে প্রশিক্ষিত একটি শামুক থেকে অপ্রশিক্ষিত আরেক শামুকে আরএনএ প্রতিস্থাপন করেছেন। স্মৃতি প্রতিস্থাপনসংক্রান্ত একটি নিবন্ধ ইনিউরো সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণা নিবন্ধটির লেখক লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড গ্লানজম্যান জানান, অ্যাপলিসিয়া ক্যালিফোর্নিকা প্রজাতির সামুদ্রিক কয়েকটি শামুকের লেজের অংশে তাঁরা প্রথমে বৈদ্যুতিক শক দেন। এটি ছিল আসলে প্রশিক্ষণের একটি অংশ। এরপর বিজ্ঞানীরা প্রশিক্ষিত ওই শামুকগুলোর স্নায়বিক ব্যবস্থা থেকে আরএনএ সংগ্রহ করে তা অপ্রশিক্ষিত শামুকে প্রতিস্থাপন করেন। তাঁর দলের ভাষ্য, প্রশিক্ষিত না হয়েও আরএনএ প্রতিস্থাপনের পর নতুন শামুকগুলো বৈদ্যুতিক শকে ৪০ সেকেন্ড পর্যন্ত আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে।

সূত্রঃ প্রথম আলো 

Comment