No icon

আশাবাদী খালেক বললেন, ভোট সুষ্ঠু হচ্ছে

নিজের জয়ের বিষয়ে আশাবাদী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে। তিনি এ আশাও করেছেন, আজকের নির্বাচন ২০১৩ সালের মতোই সুষ্ঠু হবে।

আজ মঙ্গলবার সকাল আটটার আগেই নিজের কেন্দ্র নগরের ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন তালুকদার আবদুল খালেক। সকাল আটটা ১০ মিনিটে ভোট দিয়ে বের হন তিনি। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল খালেক বলেন, ‘খুলনার উন্নয়নের জন্যই ভোটাররা নৌকায় ভোট দেবেন। তাঁরা আমাকেই ভোট দেবেন।’

আবদুল খালেক বলেন, ২০১৩ সালের মতোই এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হচ্ছে, স্বতঃস্ফূর্ত হচ্ছে। কাদের কাছে সুষ্ঠু হচ্ছে না তা আপনারা জানেন।

২০০৮ সালে মেয়র পদে নির্বাচিত হন তালুকদার আবদুল খালেক। পাঁচ বছর খুলনার মেয়রের দায়িত্ব পালন করার পর তালুকদার খালেক ২০১৩ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরে যান। সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র পদে নৌকার প্রার্থী এবারের নির্বাচনে।

সূত্রঃ প্রথম আলো  

Comment