No icon

১০০ জিবিপিএস ব্যান্ডউইডথে পৌঁছেছে আমরা

দেশে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস দাবি করেছে, গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত হিসাবে তাদের মাসিক আইআইজি ব্যান্ডউইডথ ক্ষমতা ১০০ জিবিপিএস অতিক্রম করেছে।

আমরার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ৫০০ গিগাবিট গতির ব্যান্ডউইডথ ক্ষমতার মাইলফলক অতিক্রম করেছে। ২০১২ সালে এ গতি ছিল মাত্র ৫ জিবিপিএস। ৫ বছরে বাংলাদেশ তা ১০০ গুণ বেড়েছে। একই সময়ে আমরার ব্যান্ডউইডথ ৬০০ এমবিপিএস থেকে ১৬৭ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১০০ জিবিপিএস।

আমরা কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সারফুল আলম বলেন, ‘১০০ জিবিপিএসে পৌঁছানো একটি মাইলফলক। ভিডিও কনফারেন্স, ভিডিও সার্ভেইলেন্স, ক্লাউড, ওয়াইফাই এবং বিবিধ ইন্টারনেট অফ থিংস প্রযুক্তিসেবা দেওয়ায় সুবিধা হচ্ছে।’

উল্লেখ্য, বিএসসিসিএল ও বিটিসিএল থেকে আইআইজি হিসেবে ব্যান্ডউইডথ কেনে আমরা। তাদের কাছ থেকে মোবাইল অপারেটর ও আইএসপির মাধ্যমে গ্রাহকদের কাছে যায়।

Comment