No icon

আবারও সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার ‘পাঠ’

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট মোটেও ভালো হলো না বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে গোলাপি বলে প্রথম দিবারাত্রির এই টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। ইন্দোর টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো এক টেস্ট সিরিজই খেলল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের দুই দশকে পা রেখে এমন নিঃশর্ত আত্মসমর্পণের মতো হার সমর্থকদের পীড়া দিলেও মুমিনুল কিন্তু ধৈর্যই ধরলেন। এ দুটি ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাই বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দুই টেস্টেই টস জিতে আগে ব্যাট করা নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, পরে ব্যাট করলে একই ব্যাপারই ঘটত।

Comment As:

Comment (0)